পীরগাছা (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আমরা বাংলাদেশের মানুষকে শাসন নয়, সেবা দিতে চাই। রাজনীতি মানে ক্ষমতা ভোগ নয়, রাজনীতি মানে মানুষের কল্যাণে কাজ করা।
শনিবার বিকেলে রংপুরের পীরগাছায় স্বাধীনতা চত্ত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে আকতার হোসেনকে স্বাগত জানাতে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে স্থানীয় শাপলা চত্ত্বরে জড়ো হন নেতাকর্মীরা। পরে বিশাল এক মিছিলের বহর নিয়ে পীরগাছা বাজার প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বরে পথসভা করা হয়।
পথ সভায় তিনি আরও জানান, স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজও দেশের সাধারণ মানুষ ন্যায্য অধিকার ও সুবিচার থেকে বঞ্চিত। দেশের রাজনীতি আজ দুর্নীতি ও স্বজন প্রীতিতে জর্জরিত, যার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে।“জাতীয় নাগরিক পার্টি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি স্বচ্ছ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে বদ্ধ পরিকর। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে তরুণরা কর্মসংস্থান পাবে, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, আর নারীরা নিরাপদ ও মর্যাদার সঙ্গে চলাফেরা করতে পারবে।”
তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী মো: শরীফ উদ্দিন, মিজানুর রহমান সানা, ইশরাত শারমিন মণি, প্রতিষ্ঠাতা সংগঠক, ফারদিন এহসান প্রমূখ। এর আগে আখতার হোসেন বিমান যোগে এসে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সাথে দেখা করেন।